Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের ভূমিকায় জন ক্রাসিনস্কিকে চান মাইকেল ডগলাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০২ এএম

অভিনেতা মাইকেল ডগলাস তার জীবনী চলচ্চিত্রে তার ভূমিকায় অভিনয় করার জন্য জন ক্রাসিনস্কিকে পাবার আশা প্রকাশ করেছেন। ক্রাসিনস্কি প্রধানত ‘এ কোয়ায়েট প্লেস’ ফিল্মটির জন্য পরিচিত; তিনি এই ফিল্মটি পরিচালনার পাশাপাশি প্রধান ভূমিকায় অভিনয়ও করেছেন। এছাড়া তিনি ‘জ্যাক রায়ান’ এবং ‘দি অফিস’ টিভি সিরিজ দুটিতে পরিচালনার দায়িত্বও পালন করেছেন। ‘কাজের প্রতি তার দরদ এবং রসবোধের জন্য আমি তাকে আমার ভূমিকায় চাই,’ ডগলাস ডেডলাইন সাময়িকীকে বলেন। সাক্ষাতকারে তিনি আরও বলেন, ‘আমি দেখেছি তিনি বিবেক তাড়িত প্রচেষ্টা দিয়ে ভিন্নধর্মী বিষয়বস্তুকে প্রকাশ করেন এবং চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন।’ ডগলাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে উঠেছেন, তিনি জানান এর কারণে তার স্বাস্থ্য খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘কোভিড-১৯ সময়কাল শুয়ে বসেই বেশি কাটছে, আমার দম (স্ট্যামিনা) যে পরিমাণ কমেছে তাতে আমি ভীত। আমার দীর্ঘমেয়াদী স্মরণশক্তি ঠিকই আছে, তবে স্বল্পমেয়াদী স্মরণশক্তির ক্ষতি হয়েছে। তবে আমার কিছু বন্ধু আছে যারা আমার সঙ্গে তাল মিলিয়েই ধূমপান করে আর আমার স্মৃতি এখনও অসাধারণ। আমি যাচাই করে দেখছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ