রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় চুরি হওয়া মাহমুদ হাসান নামে ৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিরঙ্গল গ্রামে একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মাহমুদ সদর উপজেলার ধানুকা এলাকার বিল্লাল হোসেন ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তানিয়া শিকদার (৩০) নামে নারীকে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার স্বর্নঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে।
জানা যায়, গত শুক্রবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় ওই নারী। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, কিছুদিন আগে ধানুকা এলাকায় বিল্লাল হোসেন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন ওই নারী। তিন মাস আগে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান তিনি। শুক্রবার ওই বাড়িতে বেড়াতে এসে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে নিয়ে পালিয়ে যায় ওই নারী। শিশুকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। বাড়ির সামনের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যাচ্ছেন ওই নারী। এরপর স্বজনরা শিশুটির ছবি, ওই নারীর ছবি ও সিসি ক্যামেরার চুরির দৃশ্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। বিকেলে একটি পিকআপ ভ্যানের চালক ওই ছবি দেখে শিশুর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে তার দেয়া ঠিকানায় সিরঙ্গল গিয়ে নড়িয়া থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এসময় ওই নারীকে আটক করা হয়।
শিশুটির বাবা বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ওই নারী আগে আমাদের বাসায় ভাড়া থাকতেন। সে সুবাদে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরও মাঝে মাঝে বেড়াতে আসতেন। শুক্রবারও স্বাভাবিকভাবে আসছিলেন। আমার ছেলেটিতে তার কোলে রেখে আমি জুমার নামাজ পড়তে যাই। সে সুযোগে ওই নারী আমার ছেলেকে নিয়ে পালায়।
নড়িয়া থানার ওসি অবনি শংকর কর বলেন, শিশুটিকে সিরঙ্গল গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। যেহেতু শরীয়তপুর সদরের ঘটনা, তাই সদরের পালং মডেল থানায় মামলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।