রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন হাট-বাজারে অবৈধ জাটকা বিক্রির উৎসব চলছে। সরকারি আইনে জাটকা আহরণ, পরিবহন, বিক্রি ও মজুদ করণ নিষিদ্ধ হলেও বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে ২/৩ ইঞ্চি লম্বা জাটকাসহ রেনু পোনাও বিক্রি করতে দেখা গেছে। গতকাল শনিবার উপজেলার মিরুখালী বাজারে হাটের দিনে একাধিক মৎস্য ব্যবসায়ীকে জাটকা বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বলেশ^র ও বিশখালী নদে জেলেরা অবাধে জাল ফেলে জাটকা ধরে। আর কোনো মাছ না পেয়ে ব্যবসায়ীরা জেলেদের নিকট থেকে তারা জাটকা ক্রয়ে বাধ্য হচ্ছেন বলে জানান তারা। মৎস্য ব্যবসায়ী মো. জাকির হোসেন জানান, জাটকা বিক্রি বন্ধে মৎস্য দফতর বা প্রশাসনের পক্ষ থেকে বাজারে কোনো প্রচারণা বা অভিযান পরিচালনা হয় না।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, কিছু অসাধু জেলে রাতের আঁধারে জাটকা ধরে। তিনি আরো জানান, ২/১ দিনে নৌ বাহিনী ও কোস্টগার্ড নিয়ে নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।