রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘরের বারবন্দার রুয়ায় গলায় ফাঁস দিয়ে সোকানুর (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের দেউলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোকানুর দেউলি গ্রামের মো. মস্তফার স্ত্রী।
নিহতের স্বামী জানান, সোকানুর ঘরে একাই ছিল, সে স্থানীয় বাজার থেকে এসে দরজা খুলতে বললে কোন সাড়া-শব্দ না পেয়ে পেছনের দরজা ভেঙে ঘরে ওঠে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে বাড়ির লোকজন এসে উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ্ ইনকিলাবকে বলেন, নিহত নারী মানুষিক ভারসম্যহীন ছিলো। এর আগে সে একাধিক বার আত্মহত্যার চেষ্টা করছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।