রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বেলাল হোসেন (৪৫) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে উপজলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের ভাই ভাই ব্রিক ফিল্ড নামে এক ইটভাটায়। নিহত বেলালের বাড়ি উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রামে। সে ওই গ্রামের টুটুন দরবেশের নতুন বাড়ির চৌধুরী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ইটভাটার শ্রমিক বেলাল বৈদ্যুতিক লাইট (বাল্ব) লাগাতে গিয়ে ত্রুটিপুর্ণ ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার মালিক দীর্ঘদিনের পুরনো ত্রুটিপূর্ণ ছেঁড়া তার জোড়া তালি দিয়ে বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি চালাচ্ছে। ওই ক্রুটিযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে ইটভাটার শ্রমিক বেলাল মারা যায়। সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।