Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ্যাসরকের নতুন মাদারবোর্ড

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কম্পিউটার সিটি টেকনোলজিস লি. বাজারে নিয়ে এসেছে এ্যাসরকের নতুন ৩টি মডেলের মাদারবোর্ড। এদের ভিতর এইচ৮১এম-ভিজি৪ আর২.০ মডেলটি ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। বাকী দুটি মডেল, যথাক্রমে এইচ১১০এম-এইচডিভি এবং ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩ ইন্টেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। সম্পূর্ন সলিড ক্যাপাসিটর দ্বারা নির্মিত এইচ৮১এম-ভিজি৪ আর২.০ মডেলটি ডুয়েল চ্যানেল ১৬০০ বাসের ডিডিআর৩/ডিডিআর৩এল র‌্যাম সমর্থন করে। ষষ্ঠ প্রজন্মের এইচ১১০এম-এইচডিভি বোর্ডটি ২১৩৩ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র‌্যাম ও ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩ মডেলটি ১৮৬৬ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৩/ডিডিআর৩এল র‌্যাম সমর্থন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ্যাসরকের নতুন মাদারবোর্ড

২০ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ