টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
কম্পিউটার সিটি টেকনোলজিস লি. বাজারে নিয়ে এসেছে এ্যাসরকের নতুন ৩টি মডেলের মাদারবোর্ড। এদের ভিতর এইচ৮১এম-ভিজি৪ আর২.০ মডেলটি ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। বাকী দুটি মডেল, যথাক্রমে এইচ১১০এম-এইচডিভি এবং ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩ ইন্টেলের ৬ষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থন করে। সম্পূর্ন সলিড ক্যাপাসিটর দ্বারা নির্মিত এইচ৮১এম-ভিজি৪ আর২.০ মডেলটি ডুয়েল চ্যানেল ১৬০০ বাসের ডিডিআর৩/ডিডিআর৩এল র্যাম সমর্থন করে। ষষ্ঠ প্রজন্মের এইচ১১০এম-এইচডিভি বোর্ডটি ২১৩৩ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৪ র্যাম ও ফ্যাটালিটি বি১৫০ গেমিং কে৪/ডি৩ মডেলটি ১৮৬৬ বাসের ডুয়েল চ্যানেল ডিডিআর৩/ডিডিআর৩এল র্যাম সমর্থন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।