বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জের একটি পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
আজ সোমবার সকালে পুকুরের মালিক ডালিয়া আশরাফ মরা মাছ ভেসে উঠতে দেখেন।
ডালিয়া আশরাফ জানান, গত কয়েক মাস আগে পুকুরটিতে প্রায় ৮০ হাজার টাকার মাছ ছাড়া হয়েছে। পুকুরে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প ছাড়াও বিভিন্ন প্রজাতির পোনামাছ ছিল। শত্রুতা করে রাতের আঁধারে কেউ বিষ ঢেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে অন্তত ২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাটি শুনছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।