Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীর হাওড়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন দুই জেলে। নিহত ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম (২০) ও রুস্তম আলী (৩০)। ওই সময় তাদের সঙ্গে থাকা আরও দুই জেলে বজ্রপাতে আহত হন। আজ সোমবার বেলা একটায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর হাওরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজনপুর হাওরে মাছ ধরছিলেন ওই চারজন। ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ওই চার জেলে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল ইসলাম উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের আলী হোসেনের ছেলে। আর রুস্তম আলী একই গ্রামের সুনু মিয়ার ছেলে। আহত দুজন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন একই গ্রামের ফজলু রহমানের ছেলে মো. মোকারিম (২০) এবং হোসমান মিয়ার ছেলে আসাদ মিয়া (২৮)।

জারুইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক মিয়া জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে মোকারিমের অবস্থা আশঙ্কাজনক।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ