Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনের পাশাপাশি সরাসরি পরীক্ষা নিতে বলেছে ইউজিসি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৪ মাসেরও বেশি সময় ধরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়। এ সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে দুটি সেমিস্টারের পরীক্ষা আটকে থাকায় ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী সেশনজটের শঙ্কায় রয়েছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিদিনই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, প্রতীকি ক্লাসসহ নানা কর্মসূচি পালন করছেন। কিন্তু গত বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ জুন থেকে খুলে দেয়ার সম্ভাবনার কথা বললেও বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা নিশ্চিত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে মন্ত্রণালয়ের কোন ভাবনা নেই।
এমন পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনের পাশাপাশি সরাসরি অনার্স ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষার ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো ইউজিসিরিএকটি চিঠিতে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে সরাসরি ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
ইউজিসির চিঠিতে পরীক্ষার বিষয়ে গত ২২ ডিসেম্বরের নির্দেশনা অনুসরণের করতে বলা হয়েছে। ওই নির্দেশনায় স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ সেমিস্টারে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া আবাসিক হলগুলো বন্ধ রাখতে হবে। এর আগে গত ৬ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে এক বৈঠকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নিতে বলেছিল ইউজিসি।
ওই সময় ইউজিসির সদস্য সাজ্জাদ হোসাইন জানিয়েছিলেন, সেশনজট এড়াতে কোনো বিশ্ববিদ্যালয় চাইলে সরাসরিও পরীক্ষা নিতে পারবে। সেক্ষেত্রে যতটা স্বাস্থ্যবিধি মেনে সম্ভব নিতে হবে। অনেক ছোট বিশ্ববিদ্যালয় আছে, তারা যদি সরাসরি পরীক্ষা নিতে পারে, নিবে, বলেছিলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ