বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান চৌধুরীকে (৪২) কুপিয়ে জখম করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে নাসিরনগর থানার কাছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর আসাদুজ্জামানের পক্ষের কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ করেছে।
আহত আসাদুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের আমশু চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় নাসিরনগর সদরের জেলা পরিষদ মার্কেটের সামনে পার্ক করা মোটরসাইকেল মাটিতে পড়ে ভেঙে যায়। এসময় ইজিবাইক চালকের সঙ্গে মার্কেটের একটি দোকানের মালিক আব্দুল্লাহ'র ঝগড়া হয়। খবর পেয়ে উপজেলা সদরের পশ্চিমপাড়ার বিধান, নুরুল ইসলাম ও জহিরের নেতৃত্বে একদল সশস্ত্র যুবক ইজিবাইক চালকের পক্ষ নিয়ে আব্দুল্লাহ'র দোকান ভাঙচুর ও লুটপাট করেন। এ ঘটনার পর আসাদুজ্জামান উভয়পক্ষের বিরোধ মিটিয়ে ফেলার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে বিধান, নুরুল ইসলাম ও জহির দলবল নিয়ে আসাদুজ্জামানকে রাম দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। গুরুতর অবস্থায় আসাদুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, সকালে বৃষ্টির মধ্যে একা পেয়ে আসাদুজ্জামানকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।