Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে নিখোঁজ যুবকের লাশ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে খলিলুর রহমান (২৭) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রামের অহেদুল ইসলামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অহেদুল ইসলামের বসতবাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত খলিলুর রহমান ওই ইউনিয়নের শক্তিপুর (নামাপাড়া) গ্রামের অছিমুদ্দিন কবিরাজের ছেলে।
নিহতের পরিবার ও বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অহেদুলের মেয়ে আছিয়ার সঙ্গে খলিলুরের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে আছিয়া। এর পর থেকে নিখোঁজ হয় খলিলুর।
তাদের দাবি ওই সম্পর্কের জেরেই পরিকল্পিতভাবে খলিলুরকে হত্যা করে লাশ গুম করতে সেপটিক ট্যাংকে ফেলা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ