Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাওড়াকান্দি ফেরিঘাটে চরম যানজট : ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের কাওড়াকান্দি হয়ে আজ সোমবারও কর্মস্থল ঢাকায় ছুটছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ।

সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের স্রোতে ঘাটে নেমেছে ফেরির পাশাপাশি লঞ্চ ও স্পিডবোট। এখানে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
এদিকে শিবচরের পাঁচচর থেকে ঘাটে পৌঁছতে ৩ কিলোমিটার পথ পাড়ি দিতেই বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের যাত্রীদের ৬ থেকে ৮ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে শিশু-বৃদ্ধসহ ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ফেরিঘাটের টিএস মো.রুহুল আমিন জানান, ১৭টি ফেরি মধ্যে ২টি ডাম্ব ফেরি নষ্ট হওয়ায় পারাপারের অপেক্ষায় ঘাটে আটকে আছে ছোট-বড় ২ শতাধিক যানবাহন। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ