Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোবা থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের একটি ডোবা থেকে তন্বী (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার সকাল ৯ টার দিকে ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের খান সড়কসংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শিশুটি বরগুনা জেলার টুনু মিয়ার মেয়ে। সে স্থানীয় ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী ছিল।

মেয়েটির বাবা দিনমজুর টুনু বলেন, আমি স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে নবগ্রামে যুবক হাউজিং সংলগ্ন খালেক খানের বাড়িতে ভাড়া থাকি। রোববার রাত ৮টার দিকে আমি বাসার বাইরে ছিলাম। তন্বী আমাকে ডাকতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকালে ডোবায় তার লাশ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েটির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ