Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ৮:২৬ এএম

চকরিয়ার এক জামায়াত নেতার বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকার চেক প্রতারণা মামলা দায়ের হয়েছে। মোজাম্মেল হক নামের ওই জামায়াত নেতার বিরুদ্ধে ২৭ মে চট্রগ্রাম মেট্রো ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।

চকরিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ম্যানগ্রোভ এ্যাসেট কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বহিষ্কৃত এমডি মোজাম্মেল হকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফুর রহমান মানিক ও এমডি সোহরাব মোস্তফা রিকন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বিগত ২০১১ সালে ৫০ জন শেয়ার হোল্ডার নিয়ে চকরিয়া ম্যানগ্রোভ এ্যাসেট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির এমডি ছিলেন চকরিয়া জামায়াতের আমীর, ডুলাহাজারার কাটাখালীর মোহাম্মদ হোসেনের পুত্র মোজাম্মেল হক।

কিন্তু এমডি মোজাম্মেল স্বেচ্ছাচারিতা, সীমাহীন দূর্নীতি-অনিয়মের মাধ্যমে কোম্পানীর লভ্যাংশের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

পরবর্তীতে চলতি সনের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার কক্স হিলটন হোটেলে অনুষ্ঠিত কোম্পানীর সাধারণ সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা পুকুর চুরির মত কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাৎ এর দায়ে সর্বসম্মত ভাবে মোজাম্মেলকে কোম্পানীর এমডি ও শেয়ার হোল্ডারের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করে।

ওই সভায় সরকারী অডিটে মোজাম্মেলের বিরুদ্ধে কোম্পানীর ছয় কোটি ৫৬ লাখ ৫২ হাজার টাকা আত্মসাৎ প্রমাণিত হয়। পরে মোজাম্মেল বিপুল টাকা আত্মসাতের বিপরীতে কোম্পানীর কাছে তিন কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকার চেক প্রদান করেন। এই চেক ব্যাংক কর্তৃক ডিজনার হলে যাবতীয় প্রক্রিয়া শেষে কোম্পানী এই মামলা দায়ের করে।

এদিকে এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া দক্ষিণ জামায়াতের আমীর মোজাম্মেল হক জানান- এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মামলার বিষয়টি আমার জানা নেই। তিনি জানান-তাঁর বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত কয়েকটি মামলা থাকলেও রাজনৈতিক কোন মামলা নেই।

বিষয়টির ব্যাপারে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন ফারুকী জানান-এটি ম্যানগ্রোভের আর্থিক লেনদেনের বিষয়।

এদিকে জামায়াত নেতা মোজাম্মেলের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা চেক প্রতারণা মামলার খবরে চকরিয়া -ডুলাহাজারার সর্বত্র ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ