Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:০১ এএম

 চট্টগ্রামে পুকুর ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। জেলার বাঁশখালী উপজেলায় খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে দুই শিশু। রাউজানে কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছে আরো এক শিশু। বাঁশখালীতে পুকুরে ডুবে নিহত দুই শিশু হলো- সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামের মোহাম্মদ জহিরের ছেলে তারেক মনোয়ার জাহেদ (৬) ও গÐামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনার মো. আলমগীরের মেয়ে ইলমা আক্তার (৩)। স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে তারেক মনোয়ার জাহেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিকেলে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। সন্ধ্যায় ইলমাকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। সেও খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। এদিকে কর্ণফুলীতে ডুবে যাওয়ার সাড়ে ৪ ঘণ্টা পর পাপন নাথ (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। সে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের নাথপাড়া এলাকার মন্টু নাথের ছেলে। পরিবারের সদস্যদের অগোচরে সে নদীতে পড়ে যায়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ