Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৭:৩৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় আব্দুর রহমান (৭০) নামে এক অবসর প্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের জামতলা রেলগেটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কানে কম শোনা ওই অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হলে জামতলা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে লালমনিরহাট অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার আমজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর পর রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত সাপেক্ষে মৃত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাইবান্ধা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ