প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমির নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’ শেষ হয়েছে গত ১৩ এপ্রিল। এরপর থেকে তার কাছে ভক্তদের দাবি ছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে আসার। তবে সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কোনো ঘোষণা দেননি অমি। এমনকি ঈদেও নতুন কোনো নির্মাণে দেখা যায়নি তাকে।
তবে এবার ভক্তদের সুখবর দিলেন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৩’র পর ভক্তদের জন্য নির্মাতা বানালেন চলচ্চিত্র। ‘ঠান্ডা’ নামে এই ওয়েবফিল্মে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অনেকে শিল্পীই অভিনয় করেছেন। ঢাকায় বসবাসরত চার ব্যাচেলরের জীবনধারা নিয়ে আবর্তিত হয়েছে এর কাহিনী। আধুনিক জীবনধারায় ব্যাচেলর জীবনের হাসি-আনন্দ ফুটে উঠেছে ‘ঠান্ডা’র ফ্রেমে।
ফিল্মটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চার মুখ- চাষী আলম, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল ও মিশু সাব্বির। তাদের ব্যক্তিত্বের বৈপরীত্যে হাস্যরসে ভরে উঠেছে কাহিনী। ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন- শিমুল শর্মা, পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী প্রমুখ। আগামী জুনের মাঝামাঝি সময়ে জি-ফাইভে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
এ প্রসঙ্গে অমি জানান, ‘এই ওয়েব ফিল্মের গল্প গরমের ক্রাইসিস নিয়ে। এক বিল্ডিংয়ে কিছু মানুষ বাস করেন। যেখানে সীমাহীন গরম। তাদের জীবনেও গরমের ব্যাপক প্রভাব রয়েছে। এই গরম থেকে বাঁচার জন্য ঠান্ডার খোঁজ করে তারা। এক সময় ঠান্ডার দেখাও পায়। কিন্তু ততক্ষণে বদলে যায় তাদের জীবনের অনেক কিছু।’
গত মার্চে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং। তা জানিয়ে পরিচালক অমি বলেন, ব্যাচেলর পয়েন্ট নাটকের কিছু আর্টিস্টের সঙ্গে নতুন কিছু আর্টিস্টকে নিয়ে ‘হ্যাশট্যাগ দ্য টিম’ নামে নতুন একটি টিম বানিয়েছি। এই টিম নিয়ে গত মার্চ মাসে ওয়েব ফিল্মটির শুটিং করি। এরপর থেকে পোস্ট প্রোডাকশনের কাজ চলছিল। কালার গ্রেডিং, মিক্সিং, ভিএফএক্সসহ কিছু কাজ ভারতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।