Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- উত্তর কলাউজানের হিন্দু পাড়ার মৃত বিমল দাশের ছেলে টিস্যু দাশ ও একই এলাকার মৃত স্বপন দাশের ছেলে বিসু দাশ। ভুক্তভোগীর পিতা জানায়, তারা ঈদের ছুটিতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে আসেন। ধর্মীয় অনুষ্ঠান থাকায় ছুটি শেষে বাকপ্রতিবন্ধী মেয়েকে বোনের সাথে গ্রামে রেখে শহরে চলে যান। সোমবার রাতে গীতা পাঠের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল ভুক্তভোগী।
এ সময় অভিযুক্ত টিস্যু দাশ ও বিসু দাশ ভুক্তভোগীকে মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ির অদূরে খড়ের স্তুপের আড়ালে নিয়ে যায়। তারা সেখানে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, মঙ্গলবার ভুক্তভোগীর পিতার অভিযোগ পেয়ে অভিযান চালায় পুলিশ। ধর্ষণের অভিযোগে উক্ত দুইজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেছে। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ