বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় মোহাম্মদ আলী নামে এক আ.লীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব দিদারুল কবিরের বিরুদ্ধে। শুধু তাই নয়, এরপর তার বিরুদ্ধে থানায় মিথ্যা হয়রানির অভিযোগের চেষ্টাও করছেন তিনি। ফলে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ঐ ব্যক্তি। গতকাল বুধবার বিকাল ৩টায় সীতাকুন্ড প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, মধ্যম মহাদেবপুর গ্রামের কাঠগড় মৌজার একটি পুকুর রক্ষণাবেক্ষণ করেন তিনি। ঐ পুকুরটি নিয়ে জাপা নেতা দিদারুল আলমগং এর সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধ নিষ্পত্তির লক্ষে গত ২১ এপ্রিল স্থানীয় বাড়বকুন্ড বাজারের একটি মার্কেটে মোহাম্মদ আলীকে বৈঠকে ডাকেন তিনি। এতে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে জাপা নেতা দিদারুল কবির সিগারেটের ছাইয়ের পাত্র দিয়ে মো. আলীর মাথায় আঘাত করে হত্যা চেষ্টা করেন। এ বিষয়ে আলী দিদারুল কবিরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেও নিজেকে রক্ষা করতে পাল্টা একটি মিথ্যা মাছ চুরির অভিযোগ দায়ের করে ভুক্তভোগীকে হয়রানির চেষ্টা শুরু করেছে প্রভাবশালী দিদার। তাই বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।