Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় ইয়াস ব্যাপক প্রস্তুতি ছিল নৌবাহিনীর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ১২:০১ এএম

 ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত ছিল বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর ১৮টি যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়। ঘুর্ণিঝড় পরবর্তী জরুরি উদ্ধার অভিযান পরিচালনায় তিন স্তরের প্রস্তুতিও নেয়া হয়েছিল।
আইএসপিআর জানায়, দেশের উপক‚লীয় এলাকায় নৌবাহিনীর মোতায়নকৃত সকল কন্টিনজেন্ট জনস্বার্থে বিভিন্ন সতর্কতামূলক প্রচার-প্রচারণা পরিচালনা করে। জরুরি চিকিৎসায় মেডিকেল টিমও প্রস্তুত রাখা ছিল।
পাশাপাশি ভাসানচরে বসবাসরত মিয়ানমার নাগরিকদের ভাসানচরেই পূর্ব নির্ধারিত ঘূর্ণিঝড় নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতিও ছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, এক মাসের শুকনা খাবার মজুদ রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ