প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক সোহেল রানার সময় এখন বাসাতেই কাটছে। করোনার কারণে বাসা থেকে একদম বের হন না। নানা শারিরীক সমস্যায় ভুগলেও বাসাতে মোটামুটি ভাল আছেন বলে জানান তিনি। তিনি বলেন, কিছু শারীরিক জটিলতা আছে। বয়স বাড়ার কারণে দেহে নানা রোগ বাসা বেঁধেছে। মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। প্রতিদিন হার্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মেডিসিন নিতে হয়। এর মাঝেই ভাল থাকার চেষ্টা করি। ইবাদত-বন্দেগি করি। চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি হতাশা ব্যক্ত করেন। বলেন, চলচ্চিত্র এখন মৃত লাশের মতো। এখন চলচ্চিত্রকে পোস্টমর্টেম করা যেতে পারে। কেউ মারা গেলে যেমন পোস্টমর্টেম করে মৃত্যুর কারণ জানা যায়, তেমনি চলচ্চিত্রেরও পোস্টমর্টেম করা প্রয়োজন হয়ে পড়েছে। তারপর নতুন করে ভাবতে হবে। যেভাবে নতুন নতুন প্রযুক্তি আসছে তার সঙ্গে তাল মেলাতে হবে। এছাড়া কোনো উপায় দেখছি না। তিনি বলেন, চলচ্চিত্রকে বাঁচাতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একজন-দুজন বা একটি-দুটি সিনেমা দিয়ে একে বাঁচানো যাবে না। নির্মাতাদের দলবেঁধে নামতে হবে। উৎসবের মতো সিনেমা বানাতে হবে। এ কাজটি করতে পারলে চলচ্চিত্রে গতি আসবে। ঘুরে দাঁড়াবে। এছাড়া কোনো উপায় নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।