Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসক সঙ্কটে স্বাস্থ্যসেবা ব্যাহত

গাইবান্ধায় বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট

আবেদুর রহমান স্বপন, গাইবান্ধায় থেকে | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

করোনা পরিস্থিতি মাথায় রেখে গাইবান্ধা সদর হাসপাতালে দ্রুত এগিয়ে চলেছে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের কাজ। যা একমাসের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। কিন্তু হাসপাতালটিতে মেডিসিন চিকিৎসকসহ বেশকিছু ডাক্তারের পদ শূন্য থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালটিতে ৪২ পদের বিপরীতে কর্মরত আছেন ১৮ জন চিকিৎসক।
সরেজমিনে দেখা যায়, ২শ’ শয্যার এই হাসপাতালে নতুন যে ভবন তৈরি হচ্ছে তার পাশেই অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে। ধীর গতিতে কাজ চললেও সেটি শেষ পর্যায়ে বলে জানান কর্মরতরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেহেদী ইকবাল বলেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করতে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ এমনিতেই চলছিল। তবে করোনা পরিস্থিতিতে কাজ দ্রুত শেষ করে আমাদের কাছে হস্তান্তর করা হবে। হাসপাতালের প্রতিটি বেডেই অক্সিজেন সংযোগ দেয়ার কাজও শেষ পর্যায়ে। তবে হাসপাতালে দীর্ঘদিন থেকে মেডিসিন বিশেষজ্ঞ না থাকায় এটি কাজে লাগানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে।
এছাড়া সার্জারি, কার্ডিওলজি, অর্থোসার্জারি, শিশু, ইএনটি, চক্ষু, চর্ম ও যৌন, বিভাগে কোন বিশেষজ্ঞ চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। ক্রিটিক্যাল করোনা রোগীর চিকিৎসার জন্য যে চিকিৎসকের প্রয়োজন তাও এখানে নেই। বর্তমানে হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য ২০টি বেড রাখা আছে। ১শ’ ৫৫টি অক্সিজেন সিলিন্ডারও মজুদ আছে। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭শ’ ১১। আর মৃত্যু হয়েছে ২০ জনের। বর্তমানে কোন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন নেই বলে জানান তত্ত্বাবধায়ক।
এ ব্যাপারে অভিজ্ঞ মহল মনে করেন করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে অতিদ্রুততার সাথে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করে সেটি চালু করা দরকার। তিনি আরও বলেন, মেডিসিন বিশেষজ্ঞ না হলেও যদি সম্ভব হয় জরুরিভিত্তিতে একজন চিকিৎসককে প্রশিক্ষণ দিয়ে বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ