Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে জরিমানা

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার শেষে ঘাটে ফিরে এলে দৌলতখানে এফবি ফাউজিয়া আশিকা নামে এক ফিশিংবোট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মৎস্য বিভাগ। এসময় ফিশিংবোটে মজুদকৃত সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ নিলামে ১৭ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সুমদ্রে মাছ শিকার করে চট্টগ্রামের ফিশিংবোটটি গতকাল মঙ্গলবার ভোর রাতে দৌলতখানের মেঘনায় পাতারখাল সংলগ্ন নদীতে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাউজিয়া আশিকা নামে এক ফিশিংবোট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত সামুদ্্িরক মাছ নিলামে বিক্রি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ