Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩৫ চীনা নাগরিকসহ করোনা আক্রান্ত ৫৭

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০২ এএম

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছেন। পটুয়াখালী জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলার অন্য কোনো উপজেলায় ১ জনও কোভিড পজেটিভ শনাক্ত না হলেও কলাপাড়া উপজেলায় ৫৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, পায়রা তাপবিদুৎ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত ১০০০ জনের করোনা পরীক্ষা করেন। পরীক্ষায় ৫৭ জন কোভিড পজেটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে চাইনিজ ৩৫ জন এবং বাংলাদেশি ২২ জন রয়েছেন। তাদের নিজস্ব আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ৪০০-৪৫০ জন চাইনিজ শ্রমিক কর্মরত রয়েছেন। এর আগে চলতি মে মাসের ১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পায়রা তাপবিদুৎ কেন্দ্রে ১৫ জন চাইনিজ নাগরিক আক্রান্ত ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ