Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধ, ক্ষেতের ফসল নষ্ট করল প্রতিপক্ষ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ২:৫০ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলের ক্ষেতের ফসল নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষ।
প্রায় ১৬ শতাংশ জমির ইরি ধানের বীজ কেটে নষ্ট করে ফেলে বলে অভিযোগ ভুক্তভোগীর । উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ঘটকের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ফসল নষ্টের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার ২৫(মে) মঙ্গলবার দুপুরে ৭ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে মোঃ জুয়েল মোল্লা ক্রয়কৃত জমিতে ২৪ মে রাত ১২ টার দিকে একই গ্রামের কাঞ্চন তালুকদারের ছেলে মোঃ সুলতান তালুকদার, সুলতান তালুকদারের ছেলে সুমন তালুকদার, মৃত আজিম উদ্দিন তালুকদারের ছেলে মফেজ তালুকদার, মৃত আক্কেল আলী তালুকদারে ছেলে চান মিয়া তালুকদার, মৃত হাকিমের ছেলে সত্তার, সাত্তারের ছেলে জলিল , মিনহাজ হাওলাদারের ছেলে মজিবুর হাওলাদার ১৬ শতাংশ জায়গার ইরি ধানের বীজ মাঝখান দিয়ে কেটে সম্পূর্ণ নষ্ট করে পাশের খালে ফেলে দেয়। যার বাজারমূল্য হবে ২০ হাজার টাকা বলে দাবি করেন ভুক্তভোগী।
এবিষয় মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিবুল্লাহ্ বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ