Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ১ কোটি ৩৯ লাখ টাকা ও ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১১:৪৫ এএম

সাগর উপকূলীয় বরগুনায় আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ১কোটি ৩৩লাখ টাকা বরাদ্দ রেখেছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। এছাড়া খাদ্য সহায়তা হিসেবে ৩৫৭ মেট্রিক টন চালও বরাদ্দ রাখা হয়েছে।

বরগুনার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জরুরি সহায়তার জন্য জেলায় ১ কোটি ৩৩ লাখ টাকা ও খাদ্য সহায়তার জন্য ৩৫৭ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। এছাড়াও ছয় লাখ টাকার শিশু খাদ্য ও ছয় লাখ টাকার গো খাদ্যও মজুদ আছে।

তিনি আরো বলেন, এই মুহূর্তে আমাদের কোন শুকনা খাবার মজুদ নেই। তাই নগদ অর্থ থেকে আমরা শুকনা খাবার মজুদ শুরু করেছি। ছাড়াও ঘূর্ণিঝড়ে মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছে বরগুনা জেলা প্রশাসন। সভায় ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও করনীয় নির্ধারণ করা হয়।

বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, ঘূর্ণিঝড়ে হতাহত মানুষের জন্য জেলার সকল স্বাস্থ্যকেন্দ্র ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলার ছয়টি উপজেলায় ছয়টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়সার আলম জানান, ঘূর্ণিঝড়ের কারনে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ পরিচালক কিশোর কুমার সরদার বলেন, বরগুনা সদর, আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলায় সিপিপির সাড়ে ছয় হাজার স্বেচ্ছাসেবী ইতোমধ্যেই কাছ শুরু করেছেন। তারা ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে উদ্ধার অভিযানসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের পর্যাপ্ত নগদ অর্থ ও খাদ্য সামগ্রী মজুদ আছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে তা দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলাজুড়ে প্রচারণার কাজও শুরু হয়েছে।

তিনি আরো বলেন, জেলার ঝুঁকিপূর্ণ সকল মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে চাই। তাই আশ্রয় কেন্দ্রগুলোকে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল জনপ্রতিনিধির নির্দেশনা প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ