Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রায়পুর বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ হবে

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর গনহত্যা দিবসে গত রোববার বধ্যভূমি পরিদর্শন করতে গিয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন বলেন, স্বাধীনতার ৫০ পূর্তির বছরেই স্মৃতিস্তম্ভ করা হবে। এছাড়া তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার শিকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালে ২৩ মে রায়পুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৯ জন নারী-পুরুষকে রায়পুর খালপাড়ে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। গণহত্যার শহীদরা হলেন, ডা. পান্ডব দেবনাথ, শীতল চন্দ্র সরকার, পান্ডব সাহা, বিদিশীনি সাহা, ফেলান সরকার, শরৎ চন্দ্র সরকার, সুধির বনিক, কামিনি সুন্দরী, দেবনাথ উমেশ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, আলমগীর চেয়ারম্যান, ওমর ফারুক মিয়াজী, প্যানেল মেয়র রকিবউদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ