Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাকরি স্থায়ীকরণের দাবি

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২১, ১২:০২ এএম

চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
অবস্থান কর্মসূচি পালনকারীরা জানান, দুই বছর আগে ২২ জনকে এডহক ভিত্তিতে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২২ মাস ধরে তারা বিশ্ববিদ্যালয়ে এডহক ভিত্তিতে কাজ করে আসছেন। তাদের নিয়োগ দেয়ার সময় বলা হয়েছিল দ্রুততম সময়ের মাঝে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ী করণ করছে না। তাই এই কর্মসূচি পালন করছে। এসময় তারা দ্রুততম সময়ের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ