Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে প্রেমিকের প্রতারনায় ধর্ষিত হলো এক তরুনী : গ্রেফতার ৪ ধর্ষক

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৬:৩৫ পিএম

প্রেমে প্রতারনা অবশেষে ধর্ষনের শিকার হলো সিলেট এক তরুনী। কিন্তু ধর্ষণকারীর সংখ্যা ৪জন। সেই ৪ জনকেই গ্রেফতার করেছে সিলেট গোলাপগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ মে) দিবাগত রাতে গোলাপগঞ্জ উপজেলার গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক একটি টিলার পাশের জঙ্গলের ভিতর থেকে ভিকটিমকে উদ্ধার ও চার ‘ধর্ষক’-কে আটক করে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক স্থানে টিলার পাশে জঙ্গলের ভিতর একটি মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা খবর দেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। পরে ইউপি চেয়ারম্যান গোলাপগঞ্জ মডেল থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে উদ্ধার করে ভিকটিমকে এবং সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের লিলু মিয়ার পূত্র আব্দুল হাকিম (২০), দক্ষিণ কান্দিগাঁও গ্রামের মঈন উদ্দিনের পূত্র রাজন আহমদ (২২), খালপাড় গ্রামের সাহাব উদ্দিনের পূত্র শিপন আহমদ (১৯) ও শাহপরান থানাধীন পীরের চক গ্রামের মৃত আব্দুল মজিদের পূত্র আক্তার হোসেন (২৩)। শনিবার রাতে প্রেমিক আব্দুল হাকিম যোগাযোগ করেন তরুনীর সাথে। তারপর দেখা করার ইচ্ছে পোষন করে তুরুণীকে ডেকে নেন স্থানীয় মুরাদপুর বাজারে। এরপর ্ওই রাতেই প্রেমিকের সাথে দেখা করতে মুরাদপুর বাজারে যান তরুণী। সেখানে থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে তরুণীকে নিয়ে গন্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক টিলা এলাকার একটি জঙ্গলে নিয়ে যান প্রেমিক আব্দুল হাকিম। এক পর্যায়ে বন্ধুদের ফোন দিয়ে আসার কথা বলেন ঘটনাস্থলে। আব্দুল হাকিমের ফোন পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে আসে এবং এরপর ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে সবাই। একপর্যায়ে এ তরুণীর সুর-চিৎকার দিলে স্থানীয়রা খবর দেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে তারা, বলে জানায় পুলিশ। পরবর্তীতে ভিকটিম বাদি হয়ে এজাহার দায়ের করলে গোলাপগঞ্জ মডেল থানার একটি গণধর্ষণ মামলা দায়ের হয়। গোলাপগঞ্জ মডেল থানার হারুনর রশীদ চৌধুরী এ বিষয়ে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে একটি (মামলা নং- ২৩) দায়ের করা হয়েছে। আজ রোববার বিকেলে আদালতে প্রেরণ করা হবে তাদেরকে। এছাড়া ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক গ্রেফতার

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ