বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের প্রধান সড়কে সংস্কার উন্নয়ন কাজের জন্য আজ রোববার (২৩ মে) থেকে শহরের প্রধান সড়কে শুধুমাত্র পশ্চিমমুখী ওয়ান ওয়ে যান চলাচল করা যাবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) জানিয়েছে, 'হলিডে মোড়-বাজারঘাটা লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কার সহ প্রশস্থকরণ প্রকল্প' যথাযথ ও দ্রুততার সাথে বাস্তবায়ন এবং জনদূর্ভোগ এড়ানোর লক্ষ্যে প্রধান সড়কের খুরুস্কুল রাস্তার মাথা হতে পশ্চিমে পানবাজার রোড ভোলাবাবুর পেট্রোল পাম্প পর্যন্ত অংশ আজ রোববার ২৩ মে থেকে শুধুমাত্র পশ্চিমমুখী যান চলাচল করতে পারবে।
শহরের পানবাজার রোড থেকে খুরুস্কুল রাস্তার মাথাগামী পূর্বমুখী যানবাহনকে কক্সবাজার পৌরসভার বিকল্প রাস্তা ব্যবহারের জন্য কউকের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।
প্রধান সড়কে চলাচলে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য কউক দুঃখ প্রকাশ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছে।
এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গত বৃহস্পতিবার ২০ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসময় রাস্তায় যান চলাচলে শৃংখলা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কউক এর স্বেচ্ছাসেবক কাজ করবে বলে জানিয়েছে কউক।
এছাড়া কক্সবাজার পৌরসভার একাধিক এপ্রোচ সড়ক দিয়ে একমূখী চলাচলের বিষয়ে কউক কক্সবাজার পৌরসভার সাথে সমন্বয় করেছেন বলে জানিয়েছেন
কউক কর্তৃপক্ষ।
এদিকে, কক্সবাজার পৌরসভার যে সব অলিগলি দিয়ে পূর্বমূখি যানবাহন চলার কথা বলা হচ্ছে, সেসব অলিগলিতেও এখন উন্নয়ন কাজ চলছে। ভুক্তভোগীদের মতে বিষয়টি সিরিয়াসলি সমন্বয় করা না হলে জনদূর্ভোগ আরো
বাড়ার আশংকা থেকে যায়।
প্রসঙ্গতঃ জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ১৮মে অনুষ্ঠিত বিভিন্ন দপ্তরের এক যৌথ সমন্বয় সভায় প্রধান সড়কে ওয়েনওয়ে যানবাহ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।