Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের তৈরি ভ্যাকসিন বিশ্বে গ্রহণযোগ্য নয়

ডব্লিউএইচও’র তালিকায় কোভ্যাক্সিন নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০০ এএম

করোনা পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ ঘোষণা করেছে, বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি। অর্থাৎ টিকাকরণের পরেই অন্য দেশে যাওয়ার অনুমতি মিলবে। কিন্তু ভারতে যারা কোভ্যাক্সিন নিয়েছেন, তাদের বিদেশ গমনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র কোভিড টিকা তালিকায় নাম নেই কোভ্যাক্সিনের।

সাধারণত কোনো দেশ অন্য দেশ থেকে যাত্রীদের আসার ক্ষেত্রে দু’টি বিষয়ের দিকে নজর রাখছে। এক, তাদের দেশে ব্যবহার হওয়া টিকা নেয়া হয়েছে কি না। দুই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহার্য তালিকায় (ইমারজেন্সি ইউজ লিস্টিং) সেই টিকা রয়েছে কি না। এ মুহূর্তে ডব্লিউএইচও-র তালিকায় কোভিশিল্ড, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন (আমেরিকা ও নেদারল্যান্ডস-এ) ও সিনোফার্ম রয়েছে। কিন্তু নেই কোভ্যাক্সিন। ডব্লিউএইচও-র সাম্প্রতিক নির্দেশিকায় জানা গেছে, ভারত বায়োটেক কোভ্যাক্সিনকে ডব্লিউএইচও-র তালিকাভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু এখনো অনেক তথ্য দেয়া বাকি রয়েছে। মে-জুন মাসে ভারত বায়োটেকের সঙ্গে ডব্লিউএইচও-র আলোচনা হওয়ার কথা। তার পরে সব তথ্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে ডব্লিউএইচও। তবে সে ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে বলেই জানা গেছে।

অভিবাসনের সঙ্গে যুক্ত বিক্রম শ্রফ নামে এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, যদি কোনও যাত্রী ডব্লিউএইচও-র তালিকায় না থাকা টিকা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাকে টিকা না নেওয়া যাত্রীদের তালিকায় রাখা হবে। সে ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ বিষয়ে অবশ্য ভারত বায়োটেকের তরফে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Muhammad Aktar Al-Hussain ২৩ মে, ২০২১, ১:১৫ এএম says : 0
    বিশ্ব লাগবে না! বাংলাদেশ আছেত!! বিশ্বের বিস্ময়!!!
    Total Reply(0) Reply
  • Abdul Momin Chowdhury ২৩ মে, ২০২১, ১:১৫ এএম says : 0
    বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও ভারতীয় পণ্যের গ্রহনযোগ্যতা নেই
    Total Reply(0) Reply
  • সৈকত ফকির ২৩ মে, ২০২১, ১:১৬ এএম says : 0
    অথচ আমরা আগে ভাগেই টাকা দিয়ে ফেলেছি। কাল সকালে গেলে কোনো ঝামেলাই নেই।
    Total Reply(0) Reply
  • মেঘদূত পারভেজ ২৩ মে, ২০২১, ৮:৩৪ এএম says : 0
    ভারত টিকা কূটনীতি শুরুতেই মার খেয়েছে। তাই ভারতের কথা বলে আর লাভ নেই।
    Total Reply(0) Reply
  • সাদিপুর ইউনিয়ন ২৩ মে, ২০২১, ৮:৩৫ এএম says : 0
    মোদির মতো একজন অযোগ্য ও উগ্রবাদি দেশ চালালে একটা দেশের অবস্থা এমনই হওয়ার কথা। টিকা নিয়ে রাজনীতি করে কী হলো...
    Total Reply(0) Reply
  • Ali hossain ২৩ মে, ২০২১, ৬:৫৩ পিএম says : 0
    তাহলে তো চীন, রাশিয়া ও এই তালিকা থেকে বাদ পড়েছে। বাংলাদেশ তাড়াহুড়ো করে চীনের সঙ্গে টিকা চুক্তি স্বাক্ষর না করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ