রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বরগুনার আমতলী উপজেলার শারিকখালী গ্রামে গত শুক্রবার রাতে উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক হাসান মৃধাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরে রাত ৯টার দিকে গ্রামবাসী দু’জনকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
আজাদের দুই হাতের বাহু, কবজিসহ দুই পায়ের রগ এবং হাসান মৃধার হাতের বাহু ও কবজিসহ রগ কেটে গেছে। রাতেই আমতলী স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রথমে বরিশাল শেরেই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সেখান থেকে গত শুক্রবার রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বক্তব্য নেয়া সম্ভব না হলেও হামলার কারণ এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।