Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকীয়ায় অভিযোগে চাঁদাবাজি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সোনাগাজী, (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীকে লাখ টাকা জরিমানা ও কথিত প্রেমিক আমিন কে মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে শাস্তি দেওয়ার অভিযোগে সোনাগাজী উপজেলা যুবলীগ ও সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৩টায় ফেনী শহরের ডাক্তারপাড়া থেকে সোনাগাজী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুসহ ৫ জনের বিরুদ্ধে থানায়
অভিযোগ দায়ের করেন চরশাহাভিকারী গ্রামের আবুধাবি প্রবাসীর স্থী ছকিনা বেগম। জানা যায় ওই গৃহবধূর কাছ থেকে একই গ্রামের বলি বাড়ির শাহাব উদ্দিনের ছেলে চা দোকানী আমিন দোকানে পুঁজি খাটানোর জন্য কিছু টাকা ধার নেয়। বিষয়টি গ্রামের কিছু বখাটে জানতে পেরে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে আমিনের কাছে চাঁদা দাবি করে। আমিন তাদের চাহিদামত চাঁদা দিতে অস্বীকার করলে বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত শুক্রবার বিকালে লাভলি আমিনের বাড়িতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বখাটেরা তাদের দুজনকে আটক করে মারধর করে। স্থানীয় চেয়ারম্যান ভুট্টু ঘটনাস্থলে এসে বিচারের নামে আমিনের মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানোর আদেশ দেন। লাভলির লাখ টাকা জরিমানা করে ১৭ হাজার টাকা নগদ আদায় করে। চেয়ারম্যান ভুট্টুর আদেশ অনুসারে গ্রামবাসী আমিনের মাথা ন্যাড়া ও জুতার মালা পরিয়ে গ্রামের রাস্তা প্রদক্ষিণ করায়। চাঁদার টাকার জন্য লাভলির বাবাকে চাপ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এদিকে, চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর দাবি, স্থানীয় শত শত মানুষের মতামতের ভিত্তিতে তাকে শাস্তি দেয়া হয়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির চেয়ারম্যান ভুট্টু গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ