Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

রোজিনা’র নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০২১, ৪:৪৬ পিএম

দৈনিক প্রথম আলো’র জ্যৈষ্ঠ প্রতিবেদক, কারান্তরীণ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি। পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ পদ্যুত রায়, সিলেট মহানগর কমিটির আহ্বায়ক মাছুম আহমদ, সদস্য সচিব শ্যামল কাপালী, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তার পর উল্টো তাকে ফাঁসানোর ঘটনা একটা গণতান্ত্রিক দেশের জন্য খুুবই লজ্জাস্কর। রাষ্ট্রের অতন্দ্র প্রহরী মুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলাম এর দ্রুত নিঃশর্ত মুুক্তি ও সাজানো মামলা থেকে অব্যাহতির দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ