Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ যাত্রী নিহত

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১০:৫৭ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. মাসুদ রানা (২২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৮/১০জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার একান্নপুর গ্রামের শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-০৩৬৩) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের ৮/১০জন যাত্রী সামান্য আহত হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ