Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহর ও শহরতলীতে গ্যাস পাইপ লিকেজে আতংক, মেরামতের আবেদন

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৪:৩৮ পিএম

নারায়ণগঞ্জে শহর ও শহরতলীর ১ ও ২নং বাবুরাইল, বেপারীপাড়া, পাইকপাড়া ভূঁইয়াপাড়া, বৃহত্তম পশ্চিম দেওভোগ, জল্লারপাড়া, নাগবাড়ি, তাঁতিপাড়া, নিতাইগঞ্জ, গলাচিপা সহ, শহরতলীর বিভিন্ন এলাকায় গ্যাস পাইপের লিকেজ দিয়ে প্রচুর পরিমান গ্যাস নির্গত হচ্ছে।
এতে এলাকায় বাতানে প্রচুর গ্যাস উড়ছে ও গ্যাসের গন্ধ ওইসব এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এতে করে এলাকাসীর মধ্যে বিরাজ করছে আতংক।
এলাকাবাসী জানায়, বিশেষ করে বিভিন্ন সরকারি ছুটির সময় বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ থাকলে গ্যাস পাইপের এ লিকেজ থেকে প্রচুর গ্যাস নির্গত হয়। গ্যাস পাইপের এ লিকেজ তখন তাদের স্মরণ করিয়ে দেয় তল্লা মসজিদের ভয়াবহ গ্যাস বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা।
তাদের আশংকা রাস্তাঘাটে কেউ বিঁড়ি সিগারেট খেয়ে রাস্তায় ফেললে গ্যাস বিস্ফোরণের আশংকা দেখা দিতে পারে। ফলে শহরতলীর লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ কিংবা প্রানহানীর মত ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে মেয়রসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হলেও তাদের মধ্য থেকে আশ^াস ব্যতিত এখনো আশু পদক্ষেপ গ্রহন করা হয়নি।
এ দিকে এলাকাবাসীর পক্ষে বুধবার (১৯ মে) উপ মহাব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ ,নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস, বালুর মাঠ, চাষাড়া, নারায়ণগঞ্জে এ গ্যাস পাইপ লিকেজ মেরামতের জন্য আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জবাসীর নাগরিক সমস্যা সমাধানের লক্ষে লিখিত পত্রের মাধ্যমে নারায়ণগঞ্জ আঞ্চলিক তিতাস গ্যাস অফিস সহ অনুলিপির মাধ্যমে বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এবং প্রশাসনকে বিষয়টি অবগত করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থান্তে শহরতলীতে পাইপ সংস্কার ও নাগরিক সমস্যা সমাধান কল্পে “আমরা নারায়ণগঞ্জবাসী”র পক্ষ থেকে আবেদন করা হলো।
অতএব, উল্লেখিত বিষয়টি জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মানুষের জানমালের ক্ষতি হইতে রক্ষার কল্পে দ্রুত শহরতলীতে পুরাতন পাইপ বাদ দিয়ে নতুন পাইপ সংযোজনের জন্য অনুরোধ করা হইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ