Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৯৯ এর মাধ্যমে শিশু শিক্ষার্থী খুঁজে পেল তার পরিবার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ৪:০০ পিএম

৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে খুঁজে পেল সিরাজুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী পরিবার। মঙ্গলবার রাত দশটার দিকে কলাপাড়া পুলিশ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন। এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে গত শনিবার ঝিনাইদাহ সদর উপজেলা থেকে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার নামক স্থানে ফেলে রেখে যায়। পরে কান্নাজড়িত কন্ঠে ওই শিক্ষার্থী বাজারে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা করছিল। এসময় স্থানীয়রা তাকে দেখে হেল্প লাইন ৯৯৯ এ কল দেয়। পুলিশ শিক্ষার্থীকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় ফোন দিয়ে তার পরিচয় শনাক্ত করেন। সে ঝিনাইদার কালিপুর এলাকার মহিলা কলেজ পাড়ার পিতা মৃত চাঁন মিয়া ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ