Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ নেত্রীর খাদ্যসহায়তা

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক এমপি বেগম ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে গত সোমবার বিকেলে রামগতিতে করোনায় বিপর্যস্ত আ.লীগের দলীয় নেতাকর্মীদেরকে খাদ্য সহায়তা করেন। উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার একটি অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামগতি উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আ.লীগে কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আ.লীগের কৃষি উপকমিটির সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে চার শতাধিক বিপর্যস্ত নেতাকর্মীর মাঝে খাদ্য সমগ্রী বিতরন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ