Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিপুরে পাউবোর জায়গা দখল করে চলছে একের পর এক পাকা ভবন নির্মান

সংশ্লিষ্ট প্রশাসন নিরব

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১১:৫১ এএম

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র জায়গা দখল করে একের পর এক স্থাপনাতুললেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব। কোটি কোটি টাকার সরকারীসম্পত্তি বেদখল হলেও আর্থিক ভাবে লাভবান হচ্ছে পাউবো'র কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসন। যারা স্থাপনা নির্মানের সময় অবৈধ দখল বলে হুঙ্কার দিলেও পরবর্তীতে রহস্যজনক ভাবে নিরব ।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুর মৎস্য বন্দরের প্রবেশপথে শেখ রাসেল সেতুর পার্শ্ববর্তী এলাকায় পাউবো'র জায়গা যে যার মতো অবৈধভাবে দখল করে নিচ্ছে। মো: জাকির হোসেনের মুসলিম মিষ্টান্ন ভান্ডার ও তার পাশে সাঈদ হোসেন পৃথকভাবে প্রায় ২০ শতাংশের দুইটি প্লট স্থায়ী পাকা ভবন নির্মানের কাজ করছে। পাউবো'র কোন কাগজ-পত্র না থাকা সত্ত্বেও তারা স্থানীয় পাউবো'র কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসন ম্যানেজ করে প্রকাশ্যেই দখল কাজ চালিয়ে যাচ্ছে। এনিয়ে স্থানীয়দের মাঝে নিরব প্রতিবাদ দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, পাউবো' ও সও জ’র কোন বৈধ কাগজ-পত্র না থাকা স্বত্ত্বেও কিভাবে তারা এধরনের অবৈধ দখল কাজ চালিয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। তারা দ্রুত দখলদারিত্বে সহায়ক ভূমিকা পালনকারী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের শীর্ষ মহলের হস্তক্ষেপ কামনা করছেন। অপর এক ব্যবসায়ী বলেন, দখল কাজের শুরুতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়। অথচ তারা এখন দেখেও না দেখার ভান করছে।
এ বিষয়ে মুসলিম মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী মো: জাকির হোসেন বলেন, পাউবো'র যতটুকু কাগজ-পত্র দরকার তা আমার কাছে রয়েছে। পাউবো'র জায়গায় ঘর উঠানোর বিষয়ে আরেক দখলদার সাঈদ হোসেনের কাছে জানতে চাইলে তিনিও এ বিষয়টি এড়িয়ে যান।
মহিপুৃর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: ফজলু গাজী সাংবাদিকদের জানান, আমার জানামতে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের, তবে যারা পাকা ভবন করতেছে, কিভাবে করতেছে তা আমার জানা নেই।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)'র কলাপাড়া অঞ্চলের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী বলেন, আমি গত পাঁচদিন আগে এখানে যোগদান করেছি। কারা পানি উন্নযন বোর্ডের জমিতে পাকা ভবন তুলছে, সে ব্যাপারে আমি কিছুই জানিনা। আমি সদ্য বিষয়টি জানতে পেরেছি, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওযা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ