Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাই পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল

সরকারি বিধিনিষেধ উপেক্ষিত

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে সারা দেশে পর্যটনস্পটগুলো বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা থাকলেও মীরসরাইতে তা মানা হচ্ছে না। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মীরসরাইয়ের পর্যটনস্পটগুলোতে ছিল পর্যটকদের ঢল।

জানা যায়, সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাক্তি মালিকানাধীন আরশিনগর ফিউচার পার্ক ও বনবিভাগের ইজারাকৃত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্প পর্যটকদের বিনোদনের জন্য খোলা রেখেছে অসাধু ইজারাদারগণ। দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র মুহুরী প্রজেক্ট সেচ প্রকল্প, খৈইয়াছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা এসব পর্যটন স্পটগুলোতে নেই কোনো রকম স্বাস্থ্যবিধি বা প্রশাসনের তদারকি।

গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সরকারি ইজারাকৃত ও ব্যাক্তি মালিকানাধীন প্রত্যেকটি পর্যটনস্পট বন্ধ রাখার জন্য নোটিশের মাধ্যমে নির্দেশনা জারি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে। এসব পর্যটনস্পটগুলোর মূল প্রবেশ গেট বন্ধ। টিকেট কাউন্টারের সামনে সরকারি নির্দেশনা সাটানো রয়েছে। পর্যটক প্রবেশের জন্য সুকৌশলে রাখা হয়েছে বিকল্প পথ। প্রশাসনের নজর এড়াতে প্রবেশ পথের মূল গেটটি বন্ধ রেখে বিকল্প পথে অবাধে পর্যটক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। সবচেয়ে বেশি পর্যটক ভিড় করছে মহামায়া লেক ও আরশিনগর ফিউচার পার্কে। এখানে মানা হচ্ছে না কোনো রকম বিধি নিষেধ। সোমবার সকালে মহামায়া ইকোপার্কে গিয়ে দেখা যায়, পার্কের মূল প্রবেশ পথ বন্ধ থাকলেও গেটের পাশের ছোট একটি গেট দিয়ে অবাধে যাতায়াত করছে পর্যটক।

ইজারাদারদের দাবি পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যটকরা তা মানতে রাজি নয়। তারা অনেকটা জোর করে পার্কে ঢুকে পড়ছে। মহামায়া ইকোপার্ক ইজারাদার কমিটির সদস্য কামরুল আহসান হাবীব জানান, সরকারি নির্দেশনা মেনে পার্ক বন্ধ রাখা হয়েছে। ঈদের ছুটিতে স্থানীয় অনেকে গ্রামে আসাতে তারা ঘুরার জন্য পার্কে ভিড় করছে। আমাদের বাঁধার পরও অনেকে বিকল্প রাস্তা দিয়ে পার্কে ঢুকে পড়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার পর্যটনস্পটগুলো বন্ধ রাখার জন্য নোটিশ দেয়া হয়েছে। যেসব পর্যটনস্পট নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ