রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জ¦ালানি তেলের দোকান, ছয়তলা ভবনসহ ৮টি দোকান। ফয়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি ভাঙারি দোকানের প্লাস্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পার্শবর্তী জ¦ালানি তেলের দোকানে (পেক পয়েন্ট) আগুন ছড়িয়ে পড়ে। এসময় জ¦ালানি ভর্তি বেশ কয়েকটি ড্রাম তেল ও রান্না কাজে ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে আগুন বাড়তে বাড়তে ছয়তলা ভবনসহ আশপাশে আরো কয়েকটি দোকান মিলে ৮টি প্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফয়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।