পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রাজশাহী ব্যুরো : নগরীর সপুরা এলাকায় গতকাল দুপুরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে হাসান আলী (১২) নামে এক শিশু শ্রমিক মারা গেছে। সে মহানগরীর খ্রিস্টানপাড়া মালদা কলোনি এলাকার শহিদুল ইসলামের ছেলে। বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক জানান, শিশু হাসান সপুরা এলাকায় অটোরিকশা গ্যারেজে কাজ করতো। শিশুটি গ্যারেজের সামনে রাখা একটি অটোরিকশা চালিয়ে দেখছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।