Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পর্যটন কেন্দ্র সমুহ খুলে দেওয়ার কোন সিদ্ধান্ত এখনো হয়নি-সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মে, ২০২১, ১:৪৩ পিএম

করোনা সংক্রামণের আধিক্য এখনো অব্যাহত থাকায় কক্সবাজারের পর্যটন কেন্দ্র গুলো আপাতত খুলে দেওয়া হচ্ছে না।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, করোনা সংক্রামণ প্রতিরোধ সংক্রান্ত কক্সবাজার জেলার সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমকে কক্সবাজারের পর্যটন কেন্দ্র সমুহ খুলে দেওয়ার কোন সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়েছেন।

তিনি আরো বলেন, কক্সবাজারে পর্যটক আসতে নাপারে মত করোনা সংক্রামণ
প্রতিরোধে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আভ্যন্তরীন ফ্লাইট চলাচল পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে।

করোনা সংক্রামণ কমে আসলে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি তখন চিন্তা করা হবে বলে জানান, কক্সবাজারের কৃতি সন্তান, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ