Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে ঈদের নামাজ পড়তে গিয়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মে, ২০২১, ৬:৪৬ পিএম

সেনবাগে ঈদুল ফিতরের নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে ঈদগাঁও মাঠের পাশেই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত মো.আবদুল হক (৭০), উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের লাল হাজী বাড়ির হাফেজ রৌশন আলীর ছেলে। তিনি অর্জুনতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ছিলেন।

শুক্রবার সকাল ৯টা ২০মিনিটের দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদের ঈদগাঁও মাঠে এই ঘটনা ঘটে।

৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আবদুল হক সকালে ঈদুল ফিতরের নামাজ পড়তে দক্ষিণ গোরকাটা গ্রামের হাজী হারিছ মিয়া জামে মসজিদে যায়। ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁও মাঠের পাশেই হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ