Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি বাড়ি ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপি নেতা পাপ্পু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০২১, ৭:২৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নবীনগর বিএনপির মরহুম দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন বাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
নবীনগর পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল আউয়াল, ধর্ম সম্পাদক মরহুম কাজী বিল্লাল, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মজিবুর রহমান মুহুরী, বিটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোকাদ্দেস মিয়া, টিয়ারা গ্রামের বিএনপি নেতা প্রয়াত আবু সাইদ, আলিয়াবাদ গ্রামের সন্তান বিএনপির নিবেদিত প্রাণ নেতা মরহুম আরব আলীর পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন নবীনগরের বিপদগ্রস্ত মানুষের প্রিয় এই তরুণ নেতা। 
এই সময় নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া শিবলী, নবীনগর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা আলফাজ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মোঃ কামাল উদ্দিন, ডাঃ মোঃ রাসেল, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন, কেন্দ্রীয় নবীন দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোজাম্মেল হক বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মামুন খান, মোঃ আক্তার হোসেন, মোঃ জসিম উদ্দিন, নবীনগর পৌর যুবদল নেতা ইমাম হোসেন অনিক, নবীনগর পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, ব্রাক্ষণবাড়িয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াদ, ছাত্রদল নেতা কামরুজ্জামান কামাল, সাইদুল ইসলাম শুভ, আমিনুল ইসলাম ভূইয়া সোহাগ, মোজাম্মেল হক রাজু সহ প্রয়াত নেতৃবৃন্দের স্ব স্ব এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন। 
রাজিব আহসান চৌধুরী পাপ্পু নবীনগরবাসীকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন , দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে খুন গুম নির্যাতনের শিকার দেশ বাঁচানোর যোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নবীনগরে বিএনপিকে সুসংগঠিত করতে অসামান্য অবদান রাখা প্রয়াত বিএনপির নিবেদিত প্রাণ নেতাকর্মীদের প্রতি যথাযথ সম্মান জানাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। মহান আল্লাহ তায়ালা যেন দেশমাতা বেগম খালেদা জিয়াকে সুস্থতার পাশাপাশি শহীদ জিয়ার প্রয়াত সূর্য সৈনিকদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ