Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে বাস খাদে, দুই বোনসহ নিহত ৩

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের কয়েছ মিয়ার মেয়ে শুভা বেগম (১০) ও তনিমা বেগম (৬)। অপরজনের পরিচয় জানা যায়নি।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. আবদুর নাসের বলেন, জকিগঞ্জ থেকে সিলেটগামী বাসটি গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১৮ যাত্রী আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে শুভা ও তনিমা এবং অপর এক যাত্রী মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ