Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা নদী থেকে ফারদিন খান (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা সারিঘাট এলাকার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফারদিন মুন্সীগঞ্জের লৌহজং থানার মিটুশার গ্রামের লিটু খানের ছেলে। সে ধোলাইপাড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শিশুটির মামা মাহবুব হাওলাদার বলেন, শুক্রবার সকালে খেলার কথা বলে জুরাইনের বাসা থেকে বের হয় ফারদিন। এরপর আর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে তিনি বাদী হয়ে শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাগ্নের লাশ শনাক্ত করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত মোহাম্মদ শাহিন জানান, দুপুরে স্থানীয়রা আইন্তা সারিঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, শিশুটির বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া বাম কান ও বাম হাঁটুতে আচড়ের দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ