Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নৈশ কোচে ডাকাতি, আটক তিন

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাভার (ঢাকা) স্টাফ রিপোর্টার : সাভারে একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে তিন ডাকাতকে আটক করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার হওয়া নৈশ কোচের চালক আমিনুল জানান, তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রয়েল এক্সপ্রেস নামে ঢাকা (মেট্রো ব ১৪-৬৮-৩৩) একটি নৈশ কোচে ঢাকায় আসার জন্য রওয়ানা দেন। বাসটি ঢাকা -আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রী নামানো সময় হঠাৎ করে বাসের দরজা দিয়ে অস্ত্রসহ কয়েকজন ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাসের ভিতরে সব যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে।
এ ঘটনায় বাসচালক আমিনুল ইসলাম, সুপারভাইজার সোহেল ও হেলপার পিন্সসহ কয়েক জনকে পিটিয়ে আহত করে ডাকাতরা। এ সময় বাসের জানালার কাঁচ ভাঙচুর করা হয়।
ডাকাতির সময় বাসের ভিতরের এক যাত্রী সাভার মডেল থানার পুলিশকে জানালে সাভারের উলাইল এলাকায় বাসটি আটক করে পুলিশ। এ সময় পুলিশ বাসের ভিতর থেকে তিন ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ