Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হাতে আছে মাত্র ৮ লাখ টিকা স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০১ এএম

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৯৪ লাখ ১৩ হাজার ৪৩৩ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে করোনার ভ্যাকসিন সংগ্রহে ছিল এক কোটি ২ লাখ ডোজ। তাই ৭ লাখ ৮৬ হাজার ৫৬৭ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ৯৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে ২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
দেশে গত ৭ ফেব্রæয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মস‚চি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। ##

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ