Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিপদের অকৃত্রিম বন্ধু বাংলাদেশ

চিকিৎসাসামগ্রী পেয়ে নেপালের রাষ্ট্রদূত

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিবেশি দেশ নেপালকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশ। সংকটকালে চিকিৎসা সহযোগিতা পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেছেন, বারবার সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বের পরিচয় দেয় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক ঢাকার রাষ্ট্রীয় এক অতিথি ভবনে গতকাল মঙ্গলবার নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মীশ্র’র কাছে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। চিকিৎসা সরঞ্জাম সহযোগিতা হিসেবে পাঁচ হাজার ভায়েল বোতল সংক্রমণ নিরোধক ইঞ্জেকশন (ইনজেকটেবল এনটি ভাইরাল), পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম), জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়েজনীয় ওষুধ রয়েছে।

নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মীশ্র বলেন, বাংলাদেশ প্রকৃত বন্ধু। বিপদে সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত বছরও করোনা সংক্রমণের শুরুতে এগিয়ে এসেছিল। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপদের সময়েই বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের এই সহযেগিতার জন্য নেপাল কৃতজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ